গৌরপ্রেম করবি যদি ও নাগরী

গৌরপ্রেম করবি যদি ও নাগরী

কুলের গৌরব আর করনা

কুলের লোভে মান বাড়াবি কুল হারাবি

গৌরচাঁদ দেখা দেবে না ।।

 

ফুল ছিটাও বনে বনে মনে মনে

বনমালীর ভাব জান না

চৌদ্দ বৎসর বনে বনে রামের সনে

সীতা লক্ষণ এই তিনজনা ।।

 

যতসব টাকাকড়ি এ ঘর বাড়ি

কিছুই তো সঙ্গে যাবে না 

কেবল পাঁচ কড়াকড়ি কলসিদড়ি

কাঠখড়ি আর চটবিছানা ।।

 

গৌরের সঙ্গে যাবি দাসী হবি 

এইটা মনে কর বাসনা

লালন কয় মনে প্রাণে একই টানে

এই পিরিতের খেদ মেটে না ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page