আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি

আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি

জানলে সে ফিকির-ফাকার তারই এবার হয় ফকিরি  ।।

আত্মারূপে পরিচয় নাই যার

পড়লে কি যায় মনের অন্ধকার

আবার আত্মারূপে কর্তা হয়

হয় বিচারি  ।।

কোরানে কোরান কালুল্লায়

কুল্লে সাইন মোহিত লেখা যায়

আল জবানের খবর জেনে

হও হুঁশারি  ।।

বেদ পড়ে ভেদ পেত যদি সবে

গুরুর গৌরব থাকত না তবে

লালন ভনে তাই না জেনে

গোলমাল করি ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page