রসুল রসুল বলে ডাকি

রসুল রসুল বলে ডাকি

রসুল নাম নিলে বড় সুখে থাকি  ।।

মক্কায় যেয়ে হজ্ব করিয়ে 

রসুল রূপ নাহি দেখি

মদিনাতে যেয়ে রসুল

মরেছে তার রওযা দেখি  ।।

হায়াতুল মুরসালিন বলে 

কোরানেতে লেখা দেখি

দ্বীনের রসুল মারা গেলে

কেমন করে দুনিয়ায় থাকি  ।।

কুল গেল কলঙ্ক হল

আর কিছু নাই দিতে বাকি

দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন

রসুল চিনলে আখের পাবি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page