আমার দিন কি যাবে এই হালে আমি পড়ে আছি অকুলে
কত অধম পাপী তাপি অবলেলায় তারিলে ।।
জগাই মাধাই দুটি ভাই
কাঁধা ফেলে মারিল গায় প্রভু তারেও তো নিলে
আমি কি তোর কেউ নহি
তাই কি মনে ভাবিলে ।।
অহল্যা পাষাণী ছিল
সেও তো মানবী হল গুরু চরণ ধূলাতে
আমি পাপী ডাকছি সদায়
দয়া হবে কোন কালে ।।
তোমার নাম লইয়া যদি মরি
তবুও দেখব তোমারেই আমি যাব কোন কুলে
তোমা বৈ আর কেউ নাই দয়াল
মূঢ় লালন কেঁদে বলে ।।