আমার দিন কি যাবে এই হালে আমি পড়ে আছি অকুলে

আমার দিন কি যাবে এই হালে আমি পড়ে আছি অকুলে

কত অধম পাপী তাপি অবলেলায় তারিলে  ।।

জগাই মাধাই দুটি ভাই

কাঁধা ফেলে মারিল গায় প্রভু তারেও তো নিলে

আমি কি তোর কেউ নহি 

তাই কি মনে ভাবিলে  ।।

অহল্যা পাষাণী ছিল

সেও তো মানবী হল গুরু চরণ ধূলাতে

আমি পাপী ডাকছি সদায়

দয়া হবে কোন কালে  ।।

তোমার নাম লইয়া যদি মরি

তবুও দেখব তোমারেই আমি যাব কোন কুলে

তোমা বৈ আর কেউ নাই দয়াল

মূঢ় লালন কেঁদে বলে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page