চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার
আমি আর কতদিন জানি অবলারও এ পরাণই
এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর ।।
দাসী মরলে ক্ষতি নাই যাই হে মরে যাই
দয়াল নামের দোষ রবে হে গো সাঁই
আমায় দেও হে দুঃখ যদি তবু তোমায় সাধি
তোমা বিনে দোহাই আর দিব কার ।।
ও মেঘ হইল উদয় লুকালো কোথায়
পিপাসীর প্রাণ গেল পিপাসায়
কি দোষের ফলে এ দশা ঘটালে
চাও হে নাথ ফিরে চাও হে একবার ।।
আমি উড়ি হাওয়ার সাথ ডুরি তোমার হাত
তুমি না ওড়ালে কেই বা ওড়ায় হে নাথ
ক্ষম অপরাধ দেও হে শীতল পদ
লালন বলে প্রাণ বাঁচে নারে আর ।।