আমার মনের বাসনা

আমার মনের বাসনা

আশা পূর্ণ হল না  ।।

বাঞ্ছা ছিল যুগল পদে

সাধ মিটাব ঐ পদ সেধে

বিধি বৈমুখ হল তাতে

দিল সংসার যাতনা  ।।

বিধাতা সংসারের রাজা 

আমায় করে রাখলেন প্রজা

কর না দিলে দেয়গো সাজা 

কারো দোহাই মানেনা  ।।

পড়ে গেলাম বিধির বামে

ভুল হল মোর মূল সাধনে

লালন বলে এই নিদানে

মুরশিদ ফেলে যেওনা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page