কে তোমার আর যাবে সাথে

কে তোমার আর যাবে সাথে

কোথায় রবে ভাই বন্ধু সব পড়বি যেদিন কালের হাতে  ।।

নিকাশের দায় করে খাড়া

মারবে রে আতশের কোড়া

সোজা করবে ব্যাকা ত্যাড়া

জোরজবর খাটবে না তাতে  ।।

যে আশায় এই ভবে আসা

হোল না তার রতি মাশা

ঘটালিরে কী দূর্দশা

কুসঙ্গে কুরঙ্গে মেতে  ।।

যারে ধরে পাবি নিস্তার

তারে সদাই ভাবলিরে পর

সিরাজ সাঁই লালন তোমার 

ছাড়ো ভবের কুটুম্বিতে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page