আপন মনে যার গরল মিশে

আপন মনে যার গরল মিশে

যেখানে যায় সুধার আশে তথায় গরল দেখে  ।।

মনের গরল যাবে যখন

সুধাময় সব দেখবে তখন

পরশিলে এড়ায় শমন

নইলে পড়বি পাকে  ।।

কীর্তিকর্মার কীর্তি অঠাঁই

যে যা ভাবে তাই দেখতে পায়

গরল বলে কারে দোষাই

ঠিক পড়ে না ঠিকে  ।।

রামদাস মুচির মন সরলে

চামের কৌটায় গঙ্গা মিলে

সিরাজ সাঁই কয় লালনেরে

তা কি ঘটবে তোকে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page