কারো রবে না ধন জীবনযৌবন

কারো রবে না ধন জীবনযৌবন        তবে রে মন কেন এতই বাসনা  ।।

একবার সবুরেরই দেশে রও দেখি দম কষে      উঠিস নারে ভেসে পেয়ে যাতন  ।।

যে করে কালার চরণের আশা 

জানোনারে মন তার কি দুর্দশা

ভক্ত বলী রাজা ছিল        সবংশে নাশিল

বামন রূপে বিধি করে ছলনা  ।।

প্রহ্লাদ চরিত্র দেখ দৈত্য ধামে

কত কষ্ট তার এই হরি নামে

তারে আগুনে পুড়াল       জলেতে ডুবাল

তবু না ছাড়িল শ্রীরূপ সাধনা  ।।

কর্ণরাজা ভবে বড় দাতা ছিল

অতিথি রূপে পুত্রকে নাশিল

কর্ণ -অনুরাগী না হইল দুঃখী

অতিথির মন করে স্বান্তনা  ।।

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে

শক্তিশেল হানিল তার বক্ষস্থলে

তবু রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি

লালন বলে কর এ বিবেচনা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page