কতদিন আর রইবি রঙ্গে

কতদিন আর রইবি রঙ্গে

বাড়িতেছে বেলা ধর এই বেলা যদি বাঁচতে চাও তরঙ্গে  ।।

নিকটে বিকটে বেশেতে শমন

দাঁড়াইয়া আছে হরিতে জীবন

মানিবে না কারে কেশে ধরে তোকে

লয়ে যাবে সে জন আপন সঙ্গে  ।।

দারা-সূত-আদি যত প্রিয়জন

বক্ষমাঝে যাদের রাখ সারাক্ষণ

আমার আমার বল বারেবারে

তখনি হেরিবে না কেহ অপাঙ্গে  ।।

অতএব শোন থাকিতে জীবন

কর অন্বেষণ পতিতপাবন

সিরাজ সাঁই কয় লালন অধম তারণ

বাঁচো এখন পাপ আতঙ্কে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page