চিরদিন জল ছেঁচিয়ে জল ছাড়ে না এ ভাঙ্গা নায়

চিরদিন জল ছেঁচিয়ে জল            ছাড়ে না এ ভাঙ্গা নায়

এক মালা জল ছেঁচতে গেলে       তিন মালা জোগায় তলায়  ।।

আগা নায়ে মন-মনুরায়

বসে বসে চুমুক খেলায়

আমার দশা তলা ফাঁসা

জল ছেঁচি আর গুধরি গলায়  ।।

ছুতোর ব্যাটার কারসাজিতে

জনম তরীর ছাদ মারা নাই

নৌকার আশেপাশে কাষ্ঠ সরল

মেজেল কাঠ গড়েছে তলায়  ।।

মহাজনের অমূল্য ধন

মারা গেল ডাকনি জোলায়

লালন বলে মোর কপালে

কী হবে হিসাবের বেলায়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page