ফের প’লো তোর ফকিরিতে

ফের প’লো তোর ফকিরিতে

যে ঘাটে মারা ফিকির-ফাকার ডুবে ম’লি সেই ঘাটেতে  ।।

 

ফকিরি সে এক নাচাড়ি

অধর ধরে দিতাম বেড়ি

পাস্তানি খোলা দুয়ারি

তাই দেখে রেখেছি পেতে  ।।

 

না জেনে ফিকিরি আঁটা

শিরেতে পরালাম জটা

সার হলো ভাং ধুতরা ঘোটা

ভজন-সাধন সব চুলাতে  ।।

 

ফকিরি-ফিকিরি করা

হতে হবে জ্যান্তে মরা

লালন কয় নেংটি এড়া

আঁট বসে না কোন মতে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page