হাতের কাছে মামলা থুয়ে কেন ঘুরে বেড়াও ভেয়ে

হাতের কাছে মামলা থুয়ে কেন ঘুরে বেড়াও ভেয়ে

ঢাকা শহর দিল্লি-লাহোর খুঁজলে মেলে এই দেহে  ।।

 

মনের ধোঁকায় যেথায় যাবি

ধাক্কা খেয়ে হেথায় ফিরবি

এমনি ভাবে ঘুরে মরবি

সন্ধান না পেয়ে  ।।

 

গয়া-কাশী মক্কা-মদিনা

বাইরে খুঁজলে ধান্দা যায় না

দেহরতি খুঁজলে পাবি

সকল তীর্থের ফল তাতে  ।।

 

দেখ দেখি মন রে আমার

অবিশ্বাসের ধন প্রাপ্তি হয় কার

যার বিশ্বাসের মন নিকটে পায় ধন

লালন ফকির যায় কয়ে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page