আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা

আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা

অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা  ।।

 

কাছে রয় ডাকে তারে উচ্চৈঃস্বরে কোন পাগলা

ও রে যে যা বোঝে তাই সে বুঝে থাক রে ভোলা  ।।

 

যার যেখানে ব্যথা নেহাত সেইখানে হাত ডলামলা

তমনি যেন মনের মানুষ মনে তোলা  ।।

 

যে জনা দেখে সে রূপ করিয়ে চুপ রয় নিরালা

ও সে লালন ভেড়োর লোক জানানো মুখে হরি বলা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page