আছে রে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা

আছে রে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা

কে জানে কারে শুধাই সেই কথা  ।।

 

জমিনেতে সৃষ্টির কারণ

সেই গোলায় হয়ে ধারণ

আছে রে দু’জন

তার মন-লতা  ।।

 

রবি-শশী হয়ে সৃষ্টি

কারণ দেখ সেই গোলটি

নেগাবান তার দুইটি

আছে যে যথা  ।।

 

ধন্য ধনীর ধন্য কারবার

চেয়ে দেখলাম না তার বাড়িঘর

লালন বলে জন্ম আমার

যায় বৃথা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page