আজো করছে সাঁই ব্রহ্মান্ড ‘পর অপার লীলে
নৈরাকারে ভেসেছিল যে রূপ হালে ।।
নৈরাকারে গম্ভু ভারি
আমি কি তা বুঝতে পারি
কিঞ্চিৎ প্রমাণ তারি
শুনি সৎকুলে ।।
অ-বিম্বু উথলিয়ে নীর
হয়েছিল নৈরাকার
ডিম্বরূপ হয় গো তার
সৃষ্টির ছলে ।।
আপ্ততত্ত্বে আপনি ফানা
মিছে করি পড়াশোনা
লালন বলে যাবে জানা
আপনারে আপনি চিনিলে ।।