আপনার আপনি মন না জান ঠিকানা
পরের অন্তরে কোটি সমুদ্দুর কীসে যাবে জানা ।।
পর বলতে পরমেশ্বর
আত্মারূপে করে বিহার
দ্বিদলে বারামখানা
শতদল সহস্রদলে অনন্ত করুণা ।।
কেশের আড়েতে যৈছে
পাহাড় লুকায়ে আছে
দর্শন হল না
হেঁট নয়ন যার নিকটে তার সিদ্ধ হয় কামনা ।।
সিরাজ সাঁই বলে রে লালন
গুরুপদে ডুবে আপন
আত্মার ভেদ করলে না
আত্মা আর পরমাত্মা ভিন্ন ভেদ জেন না ।।