আমার মন-বিবাগী ঘোড়া বাগ ফিরাতে পারি নে দিবারাতে

আমার মন-বিবাগী ঘোড়া বাগ ফিরাতে পারি নে দিবারাতে

মুর্শিদ আমার বুটের দানা খায় না ঘোড়ায় কোন মতে  ।।

 

বিসমিল্লায় দিলাম লাগাম

একশ’ ত্রিশ তাহার পালান

হাদিস মতে কশনি কসে

চড়লাম ঘোড়ায় সোয়ার হতে  ।।

 

বিসমিল্লায় গম্ভু ভারি

নামাজ রোজা তাহার সিঁড়ি

খায় রাতে দিনে পাঁচ আড়ি

ছিঁড়ল দড়া আচম্বিতে  ।।

 

লালন সাঁই কয় রয়ে সয়ে

কত ঘোড়সোয়ারি যাচ্ছে বেয়ে

পার যাব কি আছি বসে

শুধু আমার কোড়া হাতে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page