কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে
মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে ।।
সাধিলে নূরের পিয়ালা
খুলে যাবে রাগের তালা
অচিন মানুষের খেলা
দেখবি তবে দু’নয়নে ।।
জব্বরি ছত্তুরি ধরি
সাধরে আর নূর জহরি
এ চারের করণ ভারি
আছে রে অতি গোপনে ।।
ফানা-ফিস্শেখ বাকা ফানা স্থুল
ফানা ফিল্লা ফানাফের রসুল
এ চার মোকামে লালন
মুর্শিদ ভজে অতি নির্জনে ।।