কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে

কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে

মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে  ।।

 

সাধিলে নূরের পিয়ালা

খুলে যাবে রাগের তালা

অচিন মানুষের খেলা

দেখবি তবে দু’নয়নে  ।।

 

জব্বরি ছত্তুরি ধরি

সাধরে আর নূর জহরি

এ চারের করণ ভারি

আছে রে অতি গোপনে  ।।

 

ফানা-ফিস্‌শেখ বাকা ফানা স্থুল

ফানা ফিল্লা ফানাফের রসুল

এ চার মোকামে লালন

মুর্শিদ ভজে অতি নির্জনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page