কাজ নাই আমার দেখে দশা

কাজ নাই আমার দেখে দশা

ব্রজের যত ভালবাসা সার হলো যাওয়া আসা  ।।

 

পরনেতে পড়িব কৌপীন

অঙ্গেতে চৈতনের চিন

কাঁদি বলে আমি ও দিন

মনে আমার বড় বাঞ্ছা  ।।

 

কেউ কারো সঙ্গে না যাবে

সঙ্গের সাথী করে লবে

এলাম রে নদিয়া ভাবে

খেলবে এবার প্রেমের পাশা  ।।

 

ভুল নাই ভাই ওরে ছিদাম

সকল কথা তোরে কইলাম

লালন বলে নদেয় এলাম

হই নে যেন নৈরাশা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page