কি সন্ধানে আমি যাই সেখানে মনের মানুষ যেখানে

কি সন্ধানে আমি যাই সেখানে মনের মানুষ যেখানে

আঁধার ঘরে জ্বলছে বাতি দিবারাত্রি নাই সেখানে  ।।

 

যেতে পথে কাম নদীতে

পাড়ি দিতে  তীর বিনে

কতো ধনীর ভাড়া যাচ্ছে মারা

পড়ে নদীর তোড় তুফানে  ।।

 

রসিক যারা চতুর তারা

তারাই নদীর ধারা চিনে

উজান তরী যাচ্ছে বেয়ে

তারাই স্বরূপ সাধন জানে  ।।

 

লালন বলে ম’লাম জ্বলে

ম’লাম আমি নিশি দিনে

মনের মানুষ স্থুলে রেখে

দেখাও স্বরূপ নীলাঞ্জনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page