কোন্ নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে
আপনায় আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে ।।
আরবী ভাষায় বলে আল্লা
ফারসীতে কয় খোদাতা’লা
গড্ বলেছে যীশুর চ্যালা
ভিন্ন দেশে ভিন্ন ভাবে ।।
মনের ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে
মনাতীত অধর চিন্তে
ভাষা বাক্য নাহি পাবে ।।
আল্লা হরি ভজন পূজন
সকলই মানুষের সৃজন
অনামক অচিনায় বচন
বাগেন্দ্রিয় না সম্ভবে ।।
আপনার আপনি হলে ফানা
দেখা দিবেন সাঁই রাব্বানা
সিরাজ সাঁই কয় লালন কানা
স্বরূপে রূপ দেখ সংক্ষেপে ।।