দ্বীনের ভাব যেদিন উদয় হবে
সে দিন মন তোর ঘোর অন্ধকার ঘুচে যাবে
মণিহারা ফণী যেমন এমনি ভাব রাগের লক্ষণ
অরুন বসন ধারণ বিভূতি লবে ।।
ভাবশূন্য হৃদয় মাঝার মুখে পড় কালাম আল্লার
তাইতে কি মন হবে তারণ ভেবেছ এবার
অঙ্গে ধারণ কর বেহাল হৃদে জ্বালো প্রেমের মশাল
দুই নয়ন হইবে উজ্জ্বল মুরশিদ বস্তু দেখতে পাবে ।।
হাদিসে লিখেছে প্রমাণ আপনারে আপনি জান
কীরূপে সে কোথা থেকে কহিছে জবান
না করলি মন সে সব দিশে তরিকার মঞ্জিলে বসে
তিনেতে তিন আছে মিশে মুরশিদ ধরলে জানতে পাবে ।।
একের যুত তিনের লক্ষণ তিনের ঘরে আছে সে ধন
তিনের মর্ম খুঁজিলে হয় স্বরূপ দর্শন
সাঁই সিরাজের হক্কের বচন ভেবে কহে ফকির লালন
কথায় কি তার অন্বেষণ রাজি হও মন দ্বীনের ভাবে ।।