কারণ নদীর জলে একটা যুগল মীন খেলছে নীরে 

কারণ নদীর জলে একটা যুগল মীন খেলছে নীরে 

ঢেউয়ের উপর ফুল ফুটেছে তার উপর চাঁদ ঝলক মারে  ।।

 

চাঁদ-চকোর খেলে যখন

একটা যুগল মীন মিলন হয় তখন

তার উপর সাঁইয়ের দরশন

সুধা ভাসে মৃণালতীরে  ।।

 

শুকনা জমিন জলে ভাসে

আজব ধন্য লীলা গঙ্গা আসে

সে নিরন্তর মীন ভাসে

কুম্ভ ভাসে তীর্থ করে  ।।

 

সুধা গরল এক সহিত ঝাপা

যেমন গুড়ের সঙ্গে মিঠামাখা

আমি কী ফিকিরি করব ছক্কা

লালন বলে আমার শিক্ষার তরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page