কী ছার রাজত্ব করি

কী ছার রাজত্ব করি

গোপাল হেন পুত্র আমার অক্রূর এসে করল চুরি ।।

 

মিছে রাজার নামটি আছে

লক্ষী সে তো গা তুলেছে

যে হতে প্রাণ দিয়েছে

সেই হতে অন্ধকার হেরি ।।

 

শোকানলে চিত্ত আমার

কার বা বাড়ি কার বা এ ঘর

একা পুত্র গোপাল আমার 

করে গেল শূন্যপুরী ।।

 

নন্দ যশোধার ছিল

অক্রূর মুনি বিষম কালো

প্রাপ্ত কৃষ্ণ হরে নিল

লালন কয় সে দুঃখ ভারি ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page