কে বোঁঝে সাঁইয়ের লীলাখেলা
ওসে আপনি গুরু আপনি চ্যালা ।।
সপ্ততলার উপর সে
নিরূপে রয় অচিন দেশে
প্রকাশ্য রূপলীলারস চেনা যায় না
বেদের ঘোলা ।।
অঙ্গের খবর যে সৃষ্টি
করিল সে পরম ইষ্টি
তবে কেন আকার নাস্তি বলি না জেনে
ভেদ নিরালা ।।
যদি হয় কারো চক্ষুদান
দেখে সেরূপ বর্তমান
লালন কয় তার ধ্যান-জ্ঞান
দেখি সব পুঁথিপালা ।।