আছে রে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা
আছে রে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা কে জানে কারে শুধাই সেই কথা ।। জমিনেতে সৃষ্টির কারণ সেই গোলায় হয়ে ধারণ আছে রে
আছে রে ভাবের গোলা আসমানে তার মহাজন কোথা কে জানে কারে শুধাই সেই কথা ।। জমিনেতে সৃষ্টির কারণ সেই গোলায় হয়ে ধারণ আছে রে
আমার হয়না রে সেই মনের মত মন কি-সে জানব রে সেই রাগের কারণ ।। পড়ে রিপু ইন্দ্র ভোলে মন বেড়ায়রে ডালে ডালে দুই মনে
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা ।। কাছে রয় ডাকে তারে উচ্চৈঃস্বরে কোন পাগলা ও
আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না হেলা কর না বেলা মেরো না ।। নিষ্কামী নির্বিকারী হয়ে দাঁড়াও মায়ের স্মরণ লয়ে বর্তমানে দেখ চেয়ে
আছে ভাবের তালা যে ঘরে সেই ঘরে সাঁই বাস করে ।। ভাব দিয়ে খোল ভাবের তালা দেখবি সে অটলের খেলা ঘুচে যাবে মনের ঘোলা
আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা কাজের বেলায় পরশোমণি আর সময়ে তারে চেন না ।। নবি আলি এই দুইজনে কলমাদাতা কুল আরফিনে বে-কলমায় সে
আছে কোন মানুষের বাস কোন দলে ও মন মানুষ মানুষ সবাই বলে ।। অযোনী সহজ সংস্কার কারে কি সঙ্গে সাধবো এবার বড় অগম্ভু মানুষ
আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে রোজা আর নামাজ শরিয়তের কাজ ঠিক শরিয়ত বলছ কারে ।। রোজা-নামাজ-হজ্ব-কলেমা-যাকাত তাই করিলে কি হয় শরিয়ত শরা কবুল
আগে কপাট মার কামের ঘরে মানুষ ঝলক দেবে রূপ নিহারে ।। হাওয়া ধর অগ্নি স্থির কর যাতে মরিয়ে বাঁচিতে পার মরণের আগে মর শমন
আকারে ভজন সাকারে সাধন তায় আকার সাকার অভেদ রূপ জানতে হয় ।। ভজনের মূল নর-আকার গুরু-শিষ্য হয় প্রচার সাকার রূপেতে আকারে নির্ণয় আকার ছাড়া
You cannot copy content of this page