পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে দেখ দেখ মনরায় হইয়াছে উদয় কি আনন্দময় এই সাধ বাজারে ।। সাধু গুরুর যে মহিমা বেদে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে দেখ দেখ মনরায় হইয়াছে উদয় কি আনন্দময় এই সাধ বাজারে ।। সাধু গুরুর যে মহিমা বেদে
মন তুই করলি একি ইতরপনা দুগ্ধেতে যেমনরে তোর মিশল চনা ।। শুদ্ধরাগে থাকতে যদি হাতে পেতে অটল নিধি বলি মন তাই নিরবধি বাগ মানে না
পারে কে যাবি তোরা আয় না ছুটে নিতাই চাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে ।। হরি নাম তরণী তার রাধা নামে বাদাম সার তুফান বলে ভয়
পার কর হে দয়াল আমায় কেশে ধরে পড়েছি আবার আমি ঘোর সাগরে ।। মনেন্দ্রিয় ছয়জন সদাই অশেষ কুকান্ড বাধায় ডুবালে ঘাট অঘাটায় আজ আমারে ।।
পার কর হে দয়াল চাঁদ আমারে ক্ষম হে অপরাধ আমার এ ভব কারাগারে ।। পাপী অধম জীব হে তোমার তুমি যদি না কর পার দয়া
পারে লয়ে যাও আমায় আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় ।। আমি একা বসে রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে তোমা বিনে ঘোর সংকটে
পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয় সেই নৌকায় নাই ডুবার ভয় ।। বেশরা নেয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়
You cannot copy content of this page