আবহায়াতের নদী কোনখানে

আবহায়াতের নদী কোনখানে

আগে জিন্দাপিরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে  ।।

 

মওলার মহিমা রে এমনি

সেও নদীতে বয় অমৃত পানি

ও তার একরতি পরশে শুনি

অমর হবে সেই জনে  ।।

 

সেই সে নদীর পিছল ঘাটা

কত চাঁদকোটালে খেলছে রে ভাটা

দিন-দুনিয়া জোড়া একটা

মীন আছে তার মাঝখানে  ।।

 

আবহায়াতের মর্ম যে-জন পায়

উপাসনার সীমা তারই হয়

সিরাজ সাঁইর আদেশে তাই

অধীন লালন ফকির তাই ভনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page