আল্লার বান্দা কিসে হয় বলো গো আমায়

আল্লার বান্দা কিসে হয় বলো গো আমায়

খোদার বান্দা নবির উম্মত কী করিলে হওয়া যায় ।।

আঠারো হাজার আল্লার আলম

কত হাজার তার কালাম

সিনা সফিনায় কয় হাজার তামাম

কয় হাজার এই দুনিয়ায়  ।।

কত হাজার আহাদ কালাম

তাহার খবর বল আমায়

কোন সাধনে নূর সাধিলে

সিনার কালাম হয় আদায় ।।

গোলামি করিলে পরে

আল্লা ভেদ পেত পারে

লালন বলে আহাদ কালাম

দিবেন কি সাঁই দয়াময় ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page