ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী

ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী

দেখ দেখ চেয়ে দেখ কেমন রূপছিরি  ।।

 

শ্যাম অঙ্গে গৌরাঙ্গ মাখা

নয়ন দুটি আঁকা-বাঁকা

মন বুঝে দিচ্ছে দেখা

ঐ ব্রজের বংশীধারী  ।।

 

না জানি কোন ভাব লয়ে

এসেছে শ্যাম গৌর হয়ে

আর কয়দিন রাখবে ছাপায়ে

নিজ রূপ মাধুরী  ।।

 

যে হোক সে হোক নাগরা

করবে কুলের কুলহারা

লালন কয় দেখলো যারা

সৌভাগ্য কপাল তারি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page