ওমা যশোদে তায় আর বললে কী হবে

ওমা যশোদে তায় আর বললে কী হবে

গোপালকে যে এঁটো দেয় মা মনে যে ভাব ভেবে  ।।

 

স্কন্ধে চড়ায় স্কন্ধে চড়ি

যে ভাব ধরায় সে ভাব ধরি

এ সকল বাসনা তারি

ছিল যে পূবে  ।।

 

মিঠা বলে এঁটো দিই মা

পাপ-পূন্যের জ্ঞান থাকে না

গোপাল খেলে হই স্বান্তনা

পাপ-পুণ্য আর কে ভাবে  ।।

 

গোপালের সঙ্গে যে ভাব

বলতে আকুল হই মা তা সব

ফকির লালন বলে পাপ-পুণ্য লাভ

কি আর গোপালকে সেবে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page