ক্ষম অপরাধ ওহে দীননাথ কেশে ধরে আমায় লাগাও কিনারে

ক্ষম অপরাধ ওহে দীননাথ কেশে ধরে আমায় লাগাও কিনারে

তুমি হেলায় যা কর তাই করতে পার

তোমা বিনে পাপীর তারণ কে করে  ।।

না বুঝে পাপ সাগরে ডুবে খাবি খাই

শেষ কালে তোর দিলাম দোহাই

এবার আমায় যদি না তরাও গো সাঁই

তোমার দয়াল নামের দোষ রবে সংসারে  ।।

শুনতে পাই পরম পিতা গো তুমি 

অতি অবোধ বালক আমি 

যদি ভজন ভুলে কুপথে ভ্রমি

তবে দাও না কেন স্মরণ করে  ।।

পতিতকে তারিতে পতিত পাবন নাম

তাইতো তোমায় ডাকি গুনধাম

তুমি আমার বেলায় কেন হইলে বাম

আমি আর কতকাল ভাসব দুঃখের পাথারে  ।।

অথই তরঙ্গে আতঙ্কে মরি

কোথায় হে অপারের কান্ডারী

অধীন লালন বলে তরাও হে তরি

নামের মহিমা জানুক ভবসংসারে  ।।

ক্ষম ক্ষম অপরাধ 

দাসের পানে একবার চাও হে দয়াময় 

বড় সংকটে পড়িয়া দয়াল বারেবারে ডাকি তোমায় 

ক্ষম ক্ষম অপরাধ  ।।

তোমারি ক্ষমতায় আমি

যা ইচ্ছা তাই করো তুমি

রাখো মারো সে নাম নামী

তোমারই এই জগতময়  ।।

পাপী অধম তরাইতে সাঁই

পতিত পাবন নাম শুনতে পাই

সত্য মিথ্যা জানবো হেথায়

তরাইলে আজ আমায়  ।।

কসুর পেয়ে মার যারে

আবার দয়া হয় গো তারে

লালন বলে এ সংসারে

আমি কি তোর কেহই নয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page