খালি ভাঁড় থাকবে রে পড়ে

খালি ভাঁড় থাকবে রে পড়ে

দিনে দিনে কর্পূর সব যাবে উড়ে  ।।

মন যদি গোল মরিচ হতো

তবে কি আর কর্পূর যেত

তিলকাদি না থাকিত

সুসঙ্গ ছেড়ে  ।।

অমূল্য কর্পূর যাহা

আছে সদায় ঢাকা দেওয়া

কেমনে প্রবেশে হাওয়া

কর্পূরের ভাঁড়ে  ।।

সে ধন রাখিবার কারণ

নিলনা মন গুরুর স্মরণ

লালন বলে বেড়ায় এখন

আগাড়ে ভাগাড়ে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page