গোপালকে আজ মারলি গো মা কোন পরাণে

গোপালকে আজ মারলি গো মা কোন পরাণে

সেকি সামান্য ছেলে তাই ভাবলি মনে ।।

 

দেবের দুর্লভ গোপাল

চিনে না যার ফেরের কপাল

যে চরণ আশায় শ্মাশানবাসী হয়

দেবাদিদেব শিব পঞ্চাননে ।।

 

একদিন যার ধেনু হরে

নিল ব্রহ্মা পাতালপুরে

তাইতে ব্রহ্মা দোষী হয় সবাই জানতে পায়

 তুমি জানো না এই বৃন্দাবনে ।।

 

যোগেন্দ্র মহেন্দ্র আদি

যোগ সেধে না পায় নিধি

সেহি কৃষ্ণ ধন তোমার পালন

ফকির লালন বলে একি ঘোর এখানে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page