বসত বাড়ীর ঝগড়া কেজে   

বসত বাড়ীর ঝগড়া কেজে         আমার তো কই মিটল না  ।।

কার গোয়ালে কে ধূয়া দেয়                সব দেখি তা- না না  ।।

 

ঘরের চোরে ঘর মারে যার

বশতের সুখ হয় কিসে তার

ভূতের কীর্ত্তি যমন প্রকার

এমন তার বসতখানা  ।।

 

দেখে শুনে আত্ম কলহ

কর্ত্তাব্যক্তি হত হল

সাক্ষাতে ধন চোরে নিল

এ লজ্জা তো যাবে না  ।।

 

সর্ব জয় হাকিমের তরে

আরজি করি বারে বারে

লালন বলে আমার পানে

একবার ফিরে চাইলো না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page