মনেরে বুঝাব কত
যে পথে মরণ ফাঁসী সে পথে মন সদায় রত ।।
যে জল লবণ জন্মায়
সেই জলেই লবণ গলে যায়
তেমনি আমার মন মনরায়
একা একাই হচ্ছে হত ।।
চারের লোভে মৎস গিয়ে
চারেতে পড়ে ঝাপিয়ে
অমনি আমার মন ভেয়ে
মরণ ফাঁসী নিচ্ছে সে তো ।।
সিরাজ সাঁই দরবেশের বাণী
বুঝবি লালন দিনই দিনই
ভক্তিহারা ভাবুক যিনি
সেকি পানে গুরু পদ ।।