মনের মানুষ চিনলাম না রে
পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে ।।
সাধুর হাটে কাচারি হয়
অধ মুন্ডে ঘুরে বেড়ায়
ছয়জনা মিশতে না দেয়
মনের মানুষ ধরি কি করে ।।
আরজ আমার সাধুর হাটে
মানুষ হয়ে মানুষ কাটে
তাহার বাস কাহার নিকটে
সৃষ্টি করলে কি প্রকারে ।।
লালন বলে ভেবে দেখি
কেবল তোমার ফাঁকাফাঁকি
চাতুরী জুড়েছ নাকি
আছি তোমার আশা করে ।।