মনের মানুষ চিনলাম না রে

মনের মানুষ চিনলাম না রে

পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে  ।।

 

সাধুর হাটে কাচারি হয়

অধ মুন্ডে ঘুরে বেড়ায়

ছয়জনা মিশতে না দেয়

মনের মানুষ ধরি কি করে  ।।

 

আরজ আমার সাধুর হাটে

মানুষ হয়ে মানুষ কাটে

তাহার বাস কাহার নিকটে

সৃষ্টি করলে কি প্রকারে  ।।

 

লালন বলে ভেবে দেখি

কেবল তোমার ফাঁকাফাঁকি

চাতুরী জুড়েছ নাকি

আছি তোমার আশা করে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page