গুরু গো মন ভ্রান্তি যায় না সংসারে

গুরু গো মন ভ্রান্তি যায় না সংসারে

মন ভ্রান্ত কর শান্ত শান্ত হয়ে রই ঘরে ।।

 

একটি কথার আনকা শুনি

পিতা পুত্রে এক রমণী

কোনখানে রেখেছে ধনি

বল দেহের মাঝারে ।।

 

আহার নাই সে উপবাসী

নিত্য করে একাদশী

প্রভাতে হয় পূর্ণশশী

পূর্নিমার চাঁদ অন্ধকারে ।।

 

ছেষট্টি দিনে এক ছেলে হল

সেই ছলে বাজারে গেল

লালন মহা গোলে প’লো

ফিরছে রে জীবের দ্বারে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page