চাতক স্বভাব না হলে

চাতক স্বভাব না হলে

অমৃত মেঘের বারি মুখের কথায় কি মেলে  ।।

মেঘে কত দেয় গো ফাঁকি

তবু চাতক মেঘের ভুখি

তেমনি নিরিখ রাখলে আঁখি

তাঁরে সাধক বলে  ।।

চাতকেরো এমনি ধারা

তেষ্টায় জীবন যায় গো মারা

তবু অন্য বারি খায় না তারা

মেঘের জল পেলে  ।।

মন হয়েছে পবন গতি

উড়ে বেড়ায় দিবা রাতি

ফকির লালন বলে গুরুর প্রতি

রয়না সুহালে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page