আজব এক রসিক-নাগর ভাসছে রসে

আজব এক রসিক-নাগর ভাসছে রসে

হস্তপদ নাইকো রে তার বেগে ধায় সে  ।।

 

সেই রসের সরোবর

তিলে তিলে হয় সাঁতার

উজান-ভেটেন কলকাঠি তার

ঘুরায় বসে  ।।

 

ডুবলে রে দেল-দরিয়ায়

সে রসের লীলে জানা যায়

মানবজনম সফল হয়

তার পরশে  ।।

 

তার বামে কুলকুন্ডলিনী

যোগমায়া যারে বলি

লালন কয় স্মরণ নিলি

যায় স্বদেশে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page