আবহায়াতের নদী কোনখানে
আগে জিন্দাপিরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে ।।
মওলার মহিমা রে এমনি
সেও নদীতে বয় অমৃত পানি
ও তার একরতি পরশে শুনি
অমর হবে সেই জনে ।।
সেই সে নদীর পিছল ঘাটা
কত চাঁদকোটালে খেলছে রে ভাটা
দিন-দুনিয়া জোড়া একটা
মীন আছে তার মাঝখানে ।।
আবহায়াতের মর্ম যে-জন পায়
উপাসনার সীমা তারই হয়
সিরাজ সাঁইর আদেশে তাই
অধীন লালন ফকির তাই ভনে ।।