এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি

এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি

কারো কথা কেউ বলে না আমি কেবল হই কলঙ্কী  ।।

 

অনেকেই তো প্রেম করে

এমন দশা ঘটে কারে

গঞ্জনা দেয় ঘরে পরে

শ্যামের পদে দিয়ে আঁখি  ।।

 

তলে তলে তলগোঁজা খায়

লোকের কাছে সতী কওলায়

এমন সৎ কতই পাওয়া যায়

সদর যে হয় সেই পাতকী  ।।

 

অনুরাগী রসিক হলে

সে কি ডরায় কুলশীল

লালন বেড়ায় ফুচকি খেলে

ঘোমটা দিয়ে চায় আড়-চোখি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page