কাশী কি মক্কায় যাবি রে মনা চল দেখি যাই

কাশী কি মক্কায় যাবি রে মনা চল দেখি যাই

দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যাবেলায় উপায় নাই ।।

 

মক্কা যেয়ে ধাক্কা খেয়ে

যেতে চাও কাশী ধামে

এমনিভাবে কাল কাটালে

ঠিক নামালে কোথা ভাই ।।

 

নৈবেদ্য পাকা কলা

তা দেখে মন ভোলে ভোলা

শিরনি বিলায় দরগাতলা

তাও দেখে মন খলবলায় ।।

 

চুল পেকে হল হুড়ো

না পেলে পথের মুড়ো

লালন বলে সন্ধি ভুলে

না পেলাম কুল নদীর ঠাঁই ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page