এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন ।। শব্দের ঘরে কে বারাম দেয় নিঃশব্দে
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন ।। শব্দের ঘরে কে বারাম দেয় নিঃশব্দে
একবার জগন্নাথ দেখ যেয়ে জাতকূল কেমনে রাখবি বাঁচিয়ে চণ্ডালে রাঁধিলে অন্ন ব্রাহ্মণে তা লয় খেয়ে ।। জোলা ছিল কুবীর দাস তার তুড়ানী বার মাস
এক ফুলের মর্ম জানতে হয় যে ফুলে অটল বিহারী শুনতে লাগে ভয় ।। ফুলে মধু প্রফুল্লতা ফলে তার অমৃত সুধা এমন ফুল দুনিয়ায় পয়দা
এসব দেখি কানার হাটবাজার বেদ-বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার ।। পন্ডিত কানা অহংকারে মাতব্বর কানা চোগলখোরে আন্দাজি এক খুঁটো গেড়ে
এমন দিন কী হবে রে আর খোদা সেই করে গেল রসুল রূপে অবতার ।। আদমের রূহ সেই কিতাবে শুনলাম তাই নিষ্ঠা যার হল রে
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা শুদ্ধ বাঁকির দায় যাবি যমালয় হবে রে কপালে দায়মাল ছাপা ।। কীর্তিকর্মা সেহি ধনী অমূল্য মানিক মণি তোরে
এখনো সাধ আছে তোমার আ’ল ঠেল বলে চুল পেকে হয়েছে হুড়ো চামড়া বুড়ো ঝুলমুলে ।। হেঁটে যেতে হাঁটু নড়বড়ায় তবু যেতে সাধ মন বার-পাড়ায়
এখন কেনে কাঁদছ রাধে নির্জনে ও রাধে সেইকালে মান করেছিলে সেই কথা তোর নাই মনে ।। ও রাধে কেনে কর মান ও কুঞ্জে আসে
এক আসমানি চোর ভবের শহর লুটছে সদাই আস-যাওয়া কেমন রাহা কে দেখছ বলো আমায় ।। শহর বেড়ে অঘাত দোরে মাঝখানে ভাবের মন্দিরে সেই নিগুম
একি আজগুবি এক ফুল ও তার কোথায় বৃক্ষ কোথায় আছে মূল ।। ফুটেছে ফুল মান সরোবর স্বর্ণগোঁফা ভ্রমরা তার কখন মিলন হয় রে দোহার
You cannot copy content of this page