আশেকে উন্মত্ত যারা
আশেকে উন্মত্ত যারা সাঁইয়ের মনের বিয়োগ জানে তারা ।। কোথা বা শরার টাটি আশেকে বেভুল সেটি মাশুকের চরণ দুটি রয়েছে সে রূপ নিহারা ।।
আশেকে উন্মত্ত যারা সাঁইয়ের মনের বিয়োগ জানে তারা ।। কোথা বা শরার টাটি আশেকে বেভুল সেটি মাশুকের চরণ দুটি রয়েছে সে রূপ নিহারা ।।
আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে শুধালে খলিফাগণে বলে রসুল বলেছে ।। মাশুকের যে হয় আশেকি খুলে যায় তার দিব্য আঁখি নফ্স আল্লা
আল্লা কে বোঝে তোমার অপার লীলে তুমি আপনি আল্লা ডাক আল্লা বলে ।। নিরাকারে তুমি নূরি ছিলে ডিম্ব অবতারি সাকারে সৃজন গঠলেন ত্রিভুবন আকারে
আলেফ লাফ মিমেতে কোরান তামাম শোধ লিখেছে ।। আলেফে আল্লাজি মিম মানে নবি লামের হয় দুই মানে এক মানে হয় শরায় প্রচার আরেক মানে
আর তো কালার সে ভাব নাই কো সই সে না ত্যজিয়ে মদন প্রেমপাথারে খেলছে সদাই প্রেম-ঝাঁপাই ।। আগর চন্দন ভূষিত সদাই সেই কালাচাঁদ ধুলাতে
আর কি গৌর আসবেন ফিরে মানুষ ভজে যে যা কর গৌরচাঁদ গিয়েছে সরে ।। একবার প্রভু নদীয়ায় মানুষ রূপে হয়ে উদয় প্রেম বিলায়ে যথা
আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায় সে-চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয় ।। চাতকরূপ পাখি যেমন করে সে প্রেম নিরূপণ আছি
আর কি আসবে সেই কেলে সোনা এই গোকুলে তারে চেনে না নন্দরানী কি ভোলে ।। ননীচোরা বলে অমনি মারল তারে নন্দরানী আরো কতরূপ অপমানি
আর আমারে মারিস নে মা বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করব না ।। ননীর জন্য আজ আমারে মারলি গো মা বেঁধে
আর আমায় বলিস না রে ছিদাম ব্রজের কথা যার কারণে পেয়েছি রে ভাই প্রাণে ব্যথা ।। ছিল মনের তিনটি বাঞ্ছা নদেয় সাধব আছে ইচ্ছা
You cannot copy content of this page