অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা
অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা ।। বারি নামে বার এলাহি নাই রে তার তুলনা নাহি
অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা ।। বারি নামে বার এলাহি নাই রে তার তুলনা নাহি
অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে ।। মাসে মাসে চাঁদের উদয় অমাবস্যা মাস অন্তে
অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই কীসের পরে ভেসেছিল কে দিল আশ্রয় ।। তখন কোন আকার ধরে ভেসেছিল কোন প্রকারে কোন সময় কোন কায়া
অন্তরে যার সদাই সহজ রূপ জাগে সে নাম বলুক না বলুক মুখে ।। যাহার উৎপত্তি সংসার নামের অন্ত নাহিকো তার বলুক সে নাম ইচ্ছা
অপারের কান্ডারী নবিজী আমার ভজন সাধন বৃথা নবি না চিনে নবি আউল-আখের বাতেন-জাহের কখন কোন রূপ ধারণ করেন কোনখানে ।। আল্লা নবি দুটি অবতার
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায় অমাবস্যা নাই সে চাঁদে দ্বিদলে আর কিরণ উদয় ।। যেথা রে চন্দ্রের ভুবন দিবারাত্রি নাই অন্বেষণ
অনুরাগের ঘরে মার গা চাবি যদি রূপনগরে যাবি ।। শুন মন তোমায় বলি তুই আমারে ডুবাইলি পরের ধনে লোভ করিলি সে ধন আর কয়দিন
অনুরাগ নইলে কি সাধন হয় সে তো শুধু মুখের কথা নয় ।। বনের পশু হনুমান রাম বিনে তার নাই ধিয়ান কইট্ মনে মুদে নয়ন
অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি তার কি আছে কভু গোষ্ঠখেলা ব্রহ্মরূপে সে অটলে বসে লীলাকারি তার অংশকলা ।। সত্য সত্য শরণ বেদ-আগমে কয় সচ্চিদানন্দ রূপে পূর্ণব্রহ্ম
অবোধ মন তোরে আর কী বলি পেয়ে ধন সে ধন সব হারালি ।। মহাজনের ধন এনে ছড়ালি তুই উলুবনে কী হবে নিকাশের দিনে সে