অনুরাগের ঘরে মার গা চাবি
অনুরাগের ঘরে মার গা চাবি যদি রূপনগরে যাবি ।। শুন মন তোমায় বলি তুই আমারে ডুবাইলি পরের ধনে লোভ করিলি সে ধন আর কয়দিন
অনুরাগের ঘরে মার গা চাবি যদি রূপনগরে যাবি ।। শুন মন তোমায় বলি তুই আমারে ডুবাইলি পরের ধনে লোভ করিলি সে ধন আর কয়দিন
অনুরাগ নইলে কি সাধন হয় সে তো শুধু মুখের কথা নয় ।। বনের পশু হনুমান রাম বিনে তার নাই ধিয়ান কইট্ মনে মুদে নয়ন
অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি তার কি আছে কভু গোষ্ঠখেলা ব্রহ্মরূপে সে অটলে বসে লীলাকারি তার অংশকলা ।। সত্য সত্য শরণ বেদ-আগমে কয় সচ্চিদানন্দ রূপে পূর্ণব্রহ্ম
নবী দ্বীনের রসুল খোদার মকবুল ও নাম ভুল করিলে পড়বি ফেরে হারাবি দুই কুল ।। নবি পাঞ্জাগানা নামাজ পড়ে সেজদা দেয় সে গাছের পরে
দ্বীনের ভাব যেদিন উদয় হবে সে দিন মন তোর ঘোর অন্ধকার ঘুচে যাবে মণিহারা ফণী যেমন এমনি ভাব রাগের লক্ষণ অরুন বসন ধারণ বিভূতি লবে
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন ।। শব্দের ঘরে কে বারাম দেয় নিঃশব্দে
খুঁজে ধন পাই কী মতে পরের হাতে ঘরের কল কাঠি ।। আবার শতেক তালা আঁটা ঘরে মাল কুঠি ।। শব্দের ঘরে নিঃশব্দের কুঁড়ে সদায়
কোন্ নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে আপনায় আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে ।। আরবী ভাষায় বলে আল্লা ফারসীতে কয় খোদাতা’লা গড্
একবার জগন্নাথ দেখ যেয়ে জাতকূল কেমনে রাখবি বাঁচিয়ে চণ্ডালে রাঁধিলে অন্ন ব্রাহ্মণে তা লয় খেয়ে ।। জোলা ছিল কুবীর দাস তার তুড়ানী বার মাস
কি সন্ধানে আমি যাই সেখানে মনের মানুষ যেখানে আঁধার ঘরে জ্বলছে বাতি দিবারাত্রি নাই সেখানে ।। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে তীর বিনে
You cannot copy content of this page