কে বানালো এমন রঙমহলখানা
কে বানালো এমন রঙমহলখানা হাওয়া দমে দেখ তারে আসল বেনা ।। বিনা তেলে জ্বলে বাতি দেখতে যেমন মুক্তা মতি জলময় তার চতুর্ভিতি মধ্যে থানা
কে বানালো এমন রঙমহলখানা হাওয়া দমে দেখ তারে আসল বেনা ।। বিনা তেলে জ্বলে বাতি দেখতে যেমন মুক্তা মতি জলময় তার চতুর্ভিতি মধ্যে থানা
কে পারে মক্করউল্লার মক্কর বুঝিতে আহাদ আহাম্মদ নাম হয় জগতে ।। আহাম্মদ নাম খোদায় মিম হরফে নফি সে হয় মিম উঠায়ে দেখ সবায় কী
কে দেখেছ গৌরাঙ্গচাঁদেরে সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেল আর তো এল না ফিরে ।। যার জন্য কুলমান গেল সে আমারে ফাঁকি দিল কলঙ্কে জগত রটিল
কে তোমারে এ বেশ –ভূষণ পরাইল বল শুনি জিন্দা দেহে মুরদার বসন খিরকা তাজ আর ডোর-কোপিনী ।। জ্যান্তে মরার পোষাক পরা আপন ছুরাত আপনি
কে তাহারে চিনতে পারে এসে মদিনায় তরিক জানায় এ সংসারে ।। যারে বলি নবী নবী নবীকে নিরঞ্জন ভাবি দেল ঢুঁড়িলে জানতে পাবি আহম্মদ নাম
কে গো জানবে তারে সামান্যেরে আজব মীন রূপে সাঁই খেলছে নীরে ।। জগৎজোড়া মীন অবতার কারণ্য বারির মাঝার বুঝে কালাকাল, বাঁধিলে বান্ধাল অনায়াসে সে
কে কথা কয় রে দেখা দেয় না রে নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনমভর মেলে না ।। খুঁজি যারে আসমান জমি আমারে চিনি না
কে আজ কৌপীন পরালো তোরে তার কি দয়া-মায়া কিছু নাই অন্তরে ।। একা পুত্র তুই রে নিমাই অভাগিনীর আর কেউ নাই কীদোষে আমার ছেড়ে
কৃষ্ণপদ্মের কথা কর রে দিশে রাধাকান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে ।। না জেনে সেই যোগ নিরূপণ রসিক নাম সে ধরে কেমন অসময় চাষ
কৃষ্ণ বলে শোন গোপীগণ বসন চুরি করে কি কারণ আমার সত্য কর না পালন ।। এখন কেন কর ছলনা রাঁধে তোমার বসন দেব না
You cannot copy content of this page