কুলের বউ ছিলাম বাহির হলাম ন্যাড়ি ন্যাড়ার সাথে
কুলের বউ ছিলাম বাহির হলাম ন্যাড়ি ন্যাড়ার সাথে কুলের আচার কুলের বিচার আর কি ভুলি সেই ভোলাতে ।। ভাবের ন্যাড়ি ভাবের ন্যাড়া কুল নাশালাম
কুলের বউ ছিলাম বাহির হলাম ন্যাড়ি ন্যাড়ার সাথে কুলের আচার কুলের বিচার আর কি ভুলি সেই ভোলাতে ।। ভাবের ন্যাড়ি ভাবের ন্যাড়া কুল নাশালাম
কীর্তিকর্মার খেলা কে বুঝরতে পারে যে নিরঞ্জন সে-ই নূরনবী নামটি ধরে ।। চারেতে নাম আহাম্মদ হয় মিম হরফ তার নফি কেন কয় এই কথাটি
কী শোভা দ্বিদলময় মনমোহিনী রূপ ঝলক দেয় ।। কিবা সে রূপের বাখানি লক্ষ লক্ষ চন্দ্র জিনি ফণি মণি সৌদামিনী সে রূপের তুলনা নয় ।।
কি শোভা দ্বিদল পরে রস-মণিমাণিক্যে রূপ ঝলক মারে ।। অবিম্ব গম্ভুতে নিত্য স্ব গোলক বিরাজ করে তাহে পূর্ণ ব্রহ্মলোক হলে দ্বিদল নির্ণয়, শোব জানা
কী সাধনে পাই গো তারে ব্রহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে ।। শুন্য শিখর যার নির্জন গুহা স্বরূপে সেই তো চন্দ্রের আভা সে আভা
কী সাধনে পাই গো তারে আমার মন অহর্নিশি চাই যারে ।। পঞ্চ প্রকার মুক্তির বিধি অষ্টাদশ প্রকারে সিদ্ধি তারে কয় হেতু ভক্তি এহার বাসনাই
ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর যাবি কোথায় আপন ঘরে না খুঁজিয়ে বাইরে খুঁজলে পড়বি ধোঁকায় ।। আমি সত্য না হইলে গুরু সত্য হয়
কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে আপনি বাজায় আপনি বাজে আপনি মজে সেই রবে ।। নাম শুনি লা-শারিকালা সবার শরিক সেই একেলা আপনি
কী রূপ সাধনের বলে অধর ধরা যায় নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয় ।। পঞ্চতত্ব সাধন করে পেত যদি সে চান্দেরে তবে বৈরাগ্যরা
কোন সাধনে পাই গো তারে আমার মন অহর্নিশি চায় যাহারে ।। হোম যজ্ঞ স্তব দান ব্রত ইহাতে সাঁই নাহি রত সাধুশাস্ত্রে কয় সদা তো
You cannot copy content of this page